ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবাসিক বেগম রোকেয়া হল থেকে কৃষি অনুষদের ১ম বর্ষের আফসানা আহমেদ ইভাকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় মঙ্গলবার।

দুপুর ১২টার দিকে এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সুলতানাকে আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আরা জান্নাত তমা ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফ্লোরা বেগমকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। 

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের ছাত্রীদের জোর করে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। এসময় আফসানা আহমেদ ইভাকে ওই কর্মসূচিতে যেতে বললে তিনি যাননি।

এ ঘটনার জের ধরে সোমবার রাত ১১টার দিকে ছাত্রলীগের কর্মী ওয়াহিদা সিনথি, সাদিয়া আফরিন স্বর্ণা, ইলা, শিলা প্রমুখ তাকে হল থেকে বের করে দেন। পরে হল প্রভোস্ট সাময়িকভাবে রোকেয়া হলের সম্প্রসারিত ভবনে তাকে থাকতে বললে তিনি অস্বীকৃতি জানান।

এর পর ইভা রাত ৩টা পর্যন্ত হলের ফটকে অবস্থান করেন। পরে সকাল ৮টার দিকে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন তিনি। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রক্টর কার্যালয়ে নিয়ে যান তাকে।

দুপুর আড়াইটার দিকে ছাত্রী হলে থাকার দাবিতে আবার হলের প্রধান ফটকে অবস্থান নিলে সাবেক প্রক্টর ও সহকারী প্রক্টর তাকে তার সিট দেয়ার আশ্বাস দিয়ে হলের ভেতরে নিয়ে যান। বর্তমানে ইভা তার হলেই অবস্থান করছেন।