ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ০:২৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অনলাইন ক্লাস শুরু বুয়েটে, এখনি বন্ধ হচ্ছে না হল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১২ জানুয়িারি সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ থেকে অনলাইন ক্লাস শুরু করেছে তারা। তবে শরীরে ক্লাস বন্ধ থাকলেও খোলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বুয়েটে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তবে এখনই হলগুলো বন্ধ করা হচ্ছে না। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত আবাসিক হলগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, যদিও ইতোমধ্যে আমাদের প্রতি হলে ৩-৪ জন করে শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। যদি সংখ্যাটি আরও বেড়ে যায়, তাহলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সশরীরে ক্লাস বন্ধের কথা জানায় বুয়েট। একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেউ এবং ল্যাব ক্লাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।