ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২:৩৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হ্যাটট্রিকের পর আইভী যা বললেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর আইভী বলেছেন, আমি জনগণের পাশেই থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে নিয়েই চলতে চাই। এই চলার পথে বিভিন্ন ধরনের বাধা আসতেই পারে। সেই বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে।

রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর আইভী এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আইভী জনগণের। জনতার পাশেই থাকবো। আমি সারাজীবন জননেত্রী শেখ হাসিনার দলে থাকবো।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) টানা তৃতীয়বারের মতো জয়ী হলেন আইভী।

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন। ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।