দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ২২, মোট আক্রান্ত ৫৫ জন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রনে আক্রান্ত হলেন।
রোববার (১৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ডাটা থেকে এ তথ্য জানা গেছে।
জিআইএসএআইডি'র তথ্যমতে, নতুন করে আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন নারী। তবে এই ২২ জনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
গত ৯ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তবে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
