ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের তিনটি বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনটি বিভাগের মোট আসনসংখ্যা ১০৫।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সোহরাব হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

কলা অনুষদের বিভাগ দুটি হলো রবীন্দ্র অধ্যায়ন, ইতিহাস-ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি বিভাগ। আবেদনকারীদের যেকোনো পরীক্ষায় অবশ্যই জিপিএ ৩.০০ থাকতে হবে।

জানা গেছে, ভর্তি ফরমের মূল্য সার্ভিস চার্জসহ ৭২০ টাকা। ভর্তি ফরমের মূল্য রকেট (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং) অ্যাকাউন্টের মাধ্যমে *৩২২# ডায়াল করে পরিশোধ করা যাবে।

আবেদনের নিয়মাবলি এবং ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য www.rub.ac.bd এবং Admission.rub.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন-সংক্রান্ত যেকোনো সমস্যা Admission.rub.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে।