ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৩:১৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেনিস থেকে বিদায় নিচ্ছেন সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

টেনিস কোর্টে লম্বা ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে ভারতীয় টেনিসকন্যা সানিয়া মির্জার। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায় নেওয়ার পর ভারতের প্রথম মজীলা টেনিস খেলোয়াড় জানিয়ে দেন, চলতি বছরেই শেষ হতে যাচ্ছে তার ক্যারিয়ার। বছরের বাকি সময়টাতে যত পারেন তত খেলতে চান।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নাদিয়া কিচেনককে নিয়ে ডাবলসে নেমেছিলেন সানিয়া। প্রথম রাউন্ডের এই ম্যাচে সানিয়া-নাদিয়া হেরে যায় কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে।
ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মৌসুম আমার শেষ মৌসুম। এরপর সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। খেলা চালিয়ে যেতে চাই বছরের শেষ পর্যন্ত। তবে খেলতে পারব কি না জানি না।’

সানিয়া মির্জা ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন। এছাড়া এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও রয়েছে পদক। সবশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম। সেবার জুটি বেঁধেছিলেন মার্টিনা হিঙ্গিসের সঙ্গে। সানিয়ার ঝুলিতে রয়েছে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম। ডাবলস এবং মিক্সড ডাবলসে তিনটি করে।

২০১৮ থেকে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন সানিয়া। তবে ২০২১ সালের অস্ত্রাভা ওপেনে খেতাব জেতেন।