ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ০:৩১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হবে না : শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা বলার সেটা হলো- ক্লাসরুমে সশরীরে ক্লাস হবে না। তারা অনলাইনে যাবেন। নিজস্ব পদ্ধতি অনুসরণ করবেন।

শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আবাসিক শিক্ষার্থীরা যেভাবে ম্যানেজ করছেন, কেউ অসুস্থ হলে আইসোলেশন সেন্টার, হাসপাতাল কিংবা বাড়ি চলে যাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেক বেশি নজর রাখতে হবে।

এ সময় অতিমারির কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কারণ সেখানেও শিক্ষার্থীদের সমাবেশ ঘটে।

তবে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এদিন সকালে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপনে জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।