কাল ঢাকায় আসছেন অপর্ণা সেন
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৭:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
আগামীকাল রোববার ঢাকায় আসবেন ভারতিয় স্বনামধন্য অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। আজ শনিবার আসার কথা থাকলেও অনিবার্য‘ কারণবশত তিনি আসতে পারছেন না।
ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। কাল বিকেলে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইমেন ফিল্মমেকার কনফারেন্স’ শীর্ষক এই সেমিনারে অংশ নেবেন অপর্ণা সেন। এ কর্মশালায় অপর্ণা সেনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে প্রতিবছরের মতো এবারও আজ থেকে শুরু হচ্ছে ১৬তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন ভেন্যুতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি।
