এবার প্রকাশ্যে এলো বিরাটকন্যা ছোট্ট ভামিকা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
বাবা হাফ সেঞ্চুরি করতেই গ্যালারিতে আনন্দ প্রকাশ ছোট ভামিকার
বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির মেয়ে ভামিকাকে প্রকাশ্যে দেখা গেল এবার। গ্যালারিতে মা আনুশকা শর্মার কোলে বসে বাবা বিরাট কোহলির খেলা দেখছিল মেয়ে। গত রোববার (২৩ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কোহলি অর্ধশত রান পূরণ করার পরেই তাকে দেখা যায়।
এদিন ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশত রান পূরণ করেন কোহলি। এরপরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন তিনি।
ক্যামেরা তখন গ্যালারিতে বসে থাকা আনুশকা শর্মার দিকে। তার কোলেই ছিল ভামিকা। মেয়েকে চুমু খেয়ে কোহলির দিকে আঙুল দেখিয়ে তিনি বলতে থাকেন, ‘দেখো, পাপা, পাপা..।’ এসময় ভামিকাকে টিভি ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
এর আগে এত স্পষ্টভাবে ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। অবশ্য দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম আনুশকার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিল।
