ঢাবি উপাচার্য-বৃটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানের সঙ্গে বৃটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহাম সাক্ষাৎ করেছেন।
আজ তার কার্যালয়ে সাক্ষাৎকালে বৃটিশ কাউন্সিলের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৃটিশ কাউন্সিলের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন।
এছাড়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সিটিজেনশিপ এডুকেশন, কমিউনিটি এনগেজমেন্ট, ইংরেজি শিক্ষণ পদ্ধতিসহ নতুন নতুন শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে তারা মত বিনিময় করেন।
