ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৫:২৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্লে স্টোরে টিচার অ্যাপ্রুভড ব্যাজ পেল মীনা গেম ২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের জনপ্রিয় শিশুতোষ কার্টুন সিরিজ মীনাকে নিয়ে তৈরি ‘মীনা গেম-২’ গুগল প্লে স্টোরে শিশুদের জন্য একই সঙ্গে শিক্ষণীয় এবং বিনোদনমূলক গেম হিসেবে টিচার অ্যাপ্রুভড (শিক্ষক অনুমোদিত) ব্যাজ অর্জন করেছে। ইউনিসেফের অর্থায়নে ‘মীনা গেম ২’ তৈরি করেছে দেশের শীর্ষস্থানীয় গেমিং প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। মীনা গেমের প্রথম সংস্করণটির ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর রাইজআপ ল্যাবস মীনা গেম ২ কে সম্পূর্ণ থ্রিডি ভার্সনে তৈরি করে।


গুগল প্লে স্টোরে অভিভাবকরা তাদের বাচ্চাদের জন্য সমৃদ্ধ, বিনোদনমূলক এবং নিরাপদ অ্যাপস খোঁজেন। শিক্ষক অনুমোদিত প্রোগ্রাম হল গুগল প্লে স্টোরের একটি নতুন সংযোজন যেখানে শিক্ষক এবং শিশুদের শিক্ষা এবং মিডিয়া বিশেষজ্ঞরা বাচ্চাদের জন্য উচ্চ-মানের এবং নিরাপদ অ্যাপগুলোর সুপারিশ করেন। এখানে ডিজাইন, বয়সের উপযুক্ততা, বিজ্ঞাপন, ইত্যাদির ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা শিশুদের জন্য নির্মিত অ্যাপ্স এবং গেমগুলোকে গ্রেডিং করে থাকেন।