ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৫০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আক্রান্ত আরও ১৫৮০৭ জন 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৮ হাজার ২৮৮ জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (২৬ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৫২৭ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৪২৫টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১০ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। এ ছাড়াও রাজশাহীতে ২, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।