বাংলাদেশ প্রেস ফটো কনটেষ্ট ২০২২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভুয়া খবরের এই যুগেও গণমাধ্যমে মুদ্রিত আলোকচিত্র খবরের সবচেয়ে বিশ্বস্ত উৎস হিসেবে বেঁচে আছে। একই সাথে প্রেস আলোকচিত্রীর পেশা পরিণত হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি।সাম্প্রতিক সময়ে বাংলাদেশী আলোকচিত্রীরা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু তাদের যৌথ প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের বিশেষ কোনো মূল্যায়ন আজ পর্যন্ত হয়নি।বাংলাদেশ প্রেস ফটো এ্যাওয়ার্ড সেই সকল সাহসী নারী ও পুরুষের কীর্তিগাঁথাকে উদপযাপন করে যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করেন। দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দ্বারা গত এক বছরে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজগুলো নির্ধারণের মাধ্যমে এই স্বীকৃতি আলোকচিত্রীদের কাজের শ্রেষ্ঠতাকে জনসম্মুখে তুলে ধরে।
বিচারকঃ
- আবির আব্দুল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, এডুকেটর)
- সানা উল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, মেন্টর- ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি)।
- শফিকুল আলম, ব্যুরো চিফ, বার্তা সংস্থা এএফপি।
- শহিদুল আলম, ফটোগ্রাফার, অ্যাক্টিভিস্ট ও কিউরেটর, দৃক।
- সৈয়দ জাকির হোসেন, চিফ ফটোগ্রাফার, ঢাকা ট্রিবিউন।
একজন আলোকচিত্রি ০৩টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ০৫টি করে ছবি জমা দিতে পারবেন।
পুরষ্কারঃ শ্রেষ্ঠ পুরষ্কার – বর্ষসেরা আলোকচিত্র ২০২১
(১,০০,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং বার্ষিক বইয়ের সংস্করণ)
বিজয়ী – জনমুখী সাংবাদিকতা
(৫০,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং বার্ষিক বইয়ের সংস্করণ)
বিজয়ী – রাজনীতি (৫০,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং বার্ষিক বইয়ের সংস্করণ)
বিজয়ী – শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া (৫০,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং বার্ষিক বইয়ের সংস্করণ)
সাবমিশন পোর্টালঃ https://drik.net/submissionlink.html
নির্বাচিত ছবিগুলো নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় একটি প্রদর্শনীর পরিকল্পনা গৃহীত হয়েছে। একইসাথে প্রদর্শনীটি বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে ভার্চুয়াল মাধ্যমেও আয়োজিত হবে। বিজয়ী ছবিগুলোর পাশাপাশি নির্বাচিত ৩০টি ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে।
