ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:২৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মানিকগঞ্জে নারীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পোশাক কারখানার এক নারী কর্মীকে অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল, শ্বাসনালি ও হাত ঝলসে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তি এবং নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসার দাবিও জানিয়েছে সংগঠনটি।

রবিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এদিনের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, প্রায় দেড় বছর আগে মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামের নাঈম এর সঙ্গে পারিবারিকভাবে ঘটনার শিকার নারীর বিয়ে হয়। মাদকসেবী হওয়ায় নাঈম ঠিকমতো কাজ করতেন না। যৌতুকের জন্য ওই নারীকে মারধর করত। পরে প্রায় চার মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ঘটনার শিকার নারীর ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। নাঈম ওই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করত। গত ২৮ জানুয়ারি ২০২২ তারিখ শুক্রবার রাতে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ঐইদিন মাঝ রাতে নাঈম ঘরের ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকে ওই নারীকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিড নিক্ষেপে নির্যাতনের শিকার নারীর মুখমণ্ডল, শ্বাসনালি ও দুই হাতের অধিকাংশ ঝলসে যায়। রাতেই তাঁকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এসিড নিক্ষেপের ঘটনা কিছুদিন কম থাকলেও বর্তমানে এসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে, এসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধসহ এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ (সংশোধিত ২০১০) ও এসিড অপরাধ দমন আইন ২০০০ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সেইসাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবিও জানানো হয়।

বিবৃতিতে ঘটনার শিকার নারীর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানানো হয়। একইসঙ্গে সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।