ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোমাঞ্চ জমিয়ে ড্র করলেন ইংলিশ মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্যানবেরার মানুকা ওভালে নারী অ্যাশেজের একমাত্র টেস্টের শেষ দিনে দারুণ রোমাঞ্চ ছড়াল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ড্র করল ইংল্যান্ড।

জয়ের পথে থাকা ইংলিশরা শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। দিনের খেলা ২ ওভার বাকি থাকতে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু হাতে ১ উইকেট থাকায় কোনো ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথ বেছে নেন ইংলিশ মেয়েরা।

টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ছিল ২৫৭ রান। হাতে ছিল ৪৮ ওভার। শেষ দিনে কাজটা মোটেও সহজ ছিল না ইংলিশদের জন্য। তবু ওভার প্রতি ৫.১০ গড়ে রান তুলে জয়ের পথে ছিল তারা। ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে ২৩২ রান। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান।

কিন্তু পরের ৩ ওভারে ইংল্যান্ড আরও ৪ উইকেট হারালে বদলে যায় ম্যাচের ছবি। উল্টো চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে ১ উইকেট নিয়ে ইংলিশদের প্রয়োজন পড়ে ১৩ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়া তখন চারদিক থেকে চেপে ধরে। জেতার অবস্থায় থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে ইংল্যান্ড।

এর আগে প্রথম তিন দিন এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান। শেষ দিনে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। চরম নাটকীয়তায় ঠাসা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। সব মিলিয়ে টেস্টের এক দিনে ওঠে ৪৪৯ রান। টেস্ট ইতিহাসেই যা অন্যতম আলোচিত এক ঘটনা।