দেশের সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ : ইসমাত আরা সাদেক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। শিল্প ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে উগ্রপন্থা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ‘এদেশের শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রেখে উগ্রপন্থা প্রতিহত করার মাধ্যমে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, তরুণ নেতাদের এ কাজে সবার আগে এগিয়ে আসতে হবে’।
রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যার বহিঃপ্রকাশ ঘটেছে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে।
তিনি বলেন, ‘আগামীদিনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে’।
কর্মশালায় অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান এ্যাওয়ার্ড ফেলোশিপের আওতায় ফেলোশিপপ্রাপ্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ-পরবর্তি বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন।
কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেন, যুগ্ম-সচিব ড. মো. হুমায়ূন কবির এবং ডেকিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য ড. ফারা আজমাত বক্তৃতা করেন।
