ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:৪২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বে-সরকারী সংস্থা হোপ বাংলাদেশ এর উদ্যোগে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা ও মুরগী খামারিদের সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর মিশন স্কুল মাঠে স্থানীয় হোপ বাংলাদেশ এডিপি’র কো-অপারেটিভ চেয়ারম্যান বিষ্ণু পদ রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, হোপ বাংলাদেশ শিক্ষা পরিচালক হেসিক পার্ক, হোপ বাংলাদেশ কো-অর্ডিনেটর অনিল সিংহ, ইউপি সদস্য গাজীউর রহমান, প্রকল্প ম্যানেজার সুবাস রায় প্রমুখ।

কর্মশালায় সংগঠনের শতাধিক নারী সদস্যদের জীবনমান উন্নয়ন ও তাদের আত্মনির্ভশীল করতে প্রশিক্ষণ দেয়া হয়।