ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বিশ্বকাপ: বাংলাদেশ দলে যুক্ত হলেন নুজহাত

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আইসিস‘র উদ্যোগে  আগামী বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এ বিশ্বকাপ।

সানজিদা আক্তার মাগলার সাথে দ্বিতীয়  রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেয়া হয়েছে বলে বিসিবি উল্লেখ করে।

নিগার সুলতানা জোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমকেও রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে খেলা দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিলো, শৃঙ্খলাজনিত সমস্যায় তাকে দল থেকে বাদ দেয়া হয়। বাদ পড়ায় প্রতিবাদ করেছিলেন জাহানারা। বিসিবি সমস্যাটি খুঁজে বের করে তা সমাধান করে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষনা, সুরাইয়া আজমীম, সানজিদা আক্তার মাগলা (রিজার্ভ), নুজহাত তাসনিয়া (রিজার্ভ)।