শাম্মী আক্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
সঙ্গীতশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
অপর এক শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (২০৫০) বিকেল ৪টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি স্তন ক্যানসারে ভুগছিলেন।
