লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি।
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর আর বেঁচে নেই।বার্ধ্যক্যজনিতসহ নানা জটিলতায় আজ রোববার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রখ্যাত এ শিল্পির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। লতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত, পাকিস্তান, শ্রীলংকার ক্রিকেট পাড়ায়ও।
বর্ষীয়ান এ শিল্পির মত্যুতে শোকবার্তা দিয়েছেন ভারত-শ্রীলংকার ক্রিকেটাররা। বাদ যাননি পাাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও।
লতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘লতা জির মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। তার সুরেলা সঙ্গীত বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। দারুণ গান ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। তার পরিবার ও ভালোবাসার মানুষদের জন্য সমবেদনা প্রকাশ করছি।’
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রার শেবাগও শোক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতের বুলবুল পাখি। তার কণ্ঠস্বর অনুরণিত হয়েছে। সারা বিশ্বের লাখ লাখ মানুষকে সুখানুভূতি দিয়েছে এবং আনন্দিত করেছে। তার পরিবার ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।’
দেশটির আরেক সাবেক ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘কিংবদšীÍরা কখনো মরেনা, অমর হয়ে থাকেন। আর কেউই কখনও তার মতো হতে পারবেন না।’
লতার মৃত্যুর শোক ছড়িয়েছে অন্যান্য দেশেও। টুইট করে শোকবার্তা দিয়েছেন পিসিবি রমিজও। তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকর করুণা, নন্মতা ও সরলতার প্রতীক ছিলেন। তার মহত্ত্ব সবার জন্য একটি শিক্ষা। কিশোর কুমারের মত তার মৃত্যু আমাকে শোকাচ্ছন্ন করেছে।’
লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীলংকা জাতীয় দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেও। টুইটারে করুনারত্নে লিখেছেন, ‘কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। শান্তিতে ঘুমান।’
