ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:৩১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিপিএল: রাজার ব্যাটে হাঁফ ছেড়ে বাঁচল খুলনা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিনিস্টার ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। শুরুতেই পাঁচ ব্যাটারের বিদায় মাত্র ৩২ রানে। রুবেল হোসেন ও আরাফাত সানির বলে দিশেহারা হয়ে পড়েন মুশফিক-সৌম্যরা।

সৌম্য সরকারকে ১ রানে ফিরতে হয় রুবেল হোসেনের বলে ক্যাচ দিয়ে। তিন নম্বরে ব্যাট করতে নামা জাকের আলী (৫) রান আউট হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ১২ বলে ৬ রান করে ফেরেন আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে।

upay
বোল্ড হয়ে ফেরা ইয়াসির আলীকে রানের খাতা খুলতে দেননি সানি। দলের বিপাকে মুশফিকুর রহিম ও শেখ মেহেদী খানিক চেষ্টা করলেও বৃথা যায় আজমাতুল্লাহ ওমরজাইয়ের কল্যাণে। দু’জনের ২০ রানের জুটি ভাঙে ১২ রান করা মুশফিকের বোল্ড হয়ে ফিরে আসায়। শেখ মেহেদীকে ১৭ রানে ফেরান কায়েস আহমেদ।

দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারানোর পর সিকান্দার রাজার ব্যাটে হাঁফ ছেড়ে বাঁচে খুলনা। তার ৫টি চার ও ৪টি ছয়ে ৫০ বলে করা ৬৪ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পায় খুলনা। শেষ দিকে থিসারা পেরেরার ১২ ও রুয়েল মিয়ার ৮ রানে ৮ উইকেটে ১২৯ রান তোলে খুলনা।

ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও আজমাতউল্লাহ। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, ফজল হক ফারুকি ও কায়েস আহমেদ।