ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:২১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ক্রেতাদের ভিড়ে জমজমাট বাণিজ্য মেলা

অজন্তা ইলোরা

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:২৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

নারী ক্রেতাদের ভিড়ে জমজমাট বাণিজ্য মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নারী-পুরুষ ক্রেতার পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। তবে তুলনামূলকভাবে নারীদের সংখ্যাই বেশি। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় এবার বিক্রিও বেশ ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, দর্শনার্থীরা বিভিন্ন পণ্য যাচাইবাছাই করছেন। কিনছেন প্রয়োজনীয় পণ্য। কেউ আবার ঘোরাফেরা করে ছবি তুলে ব্যস্ত সময় পার করছেন।

 

মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা বলছেন, মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীর উপস্থিতি চোখে পড়ার মতো। তবে দর্শনার্থীরা পণ্য কেনার চেয়ে এর গুণগত মান ও দরদাম যাচাই করছেন বেশি। অবশ্য কিছু কিছু মানুষ পণ্য কিনছেন।

 

মেলায় ওয়াল্টনের প্যাভিলিয়নে কথা হয় ধানমন্ডি থেকে আসা সাবিনা পারভীনের সঙ্গে। তিনি বলেন, ‘আজ বিভিন্ন স্টল ঘুরে পণ্যগুলো দেখা হচ্ছে। তেমন কিছু কেনাকাটা করা হয়নি। সামান্য কিছু প্লাস্টিকের গৃহস্থলি পণ্য কেনা হয়েছে। একটি ফ্রিজ দেখছি। সাধ্যের মধ্যে হলে আজই নিয়ে নেবো।’

 

ইরানী স্টলে কথা হয় মালিবাগের বাসিন্দা নুরুন্নাহারের সাথে। তিনি বলেন, প্রতি বছরই মেলায় আসি। দেশী-বিদেশী পণ্য একই সাথে দেখার সুযোগ থাক। সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনি। ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে ভালোই লাগে।

 

মুন্নু সিরামিকসের স্টলে সেলসম্যান রফিক আলম বলেন, মেলা উপলক্ষে আমাদের পণ্যে বিশেষ ছাড় রয়েছে। আমাদের স্টলে গ্রাহকরা বেশ ভালো আসছেন, তারা পণ্য দেখছেন, অনেকে কিছু কিনছেন। অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে বিক্রি বেশি হয়।

 

শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে ১ জানুয়ারি শুরু হয়েছে এই মেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

 

এ বছর বাণিজ্যমেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।

 

এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গ্রাহকের সাথে প্রতারণা করলে ওই প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তথ্যমতে, মেলায় পণ্য ক্রয়ে ওজন বা পরিমাপ সঠিক না দিলে, ক্ষতিকর দ্রব্য মিশিয়ে পণ্য বিক্রি করলে, ভেজাল-নকল পণ্য বিক্রি করলে ও নির্দিষ্ট পরিমাণ পণ্যে অতিরিক্ত মূল্য নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অধিদফতর।