ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ২:১৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যগুলোর প্রতি আহবান জানিয়েছেন।


আজ শুক্রবার তিনি গুলশানে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।


এসএ টিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাহউদ্দিন আহমেদ, পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


এসএ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারি,শিল্পী ও কলা কুশলীদের শুভেচ্ছা জানান।