শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। আজ শনিবার বিইউপি ইন্টারন্যাশনাল মডেল কনফারেন্স বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
দীপুমনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরামর্শক কমিটির সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।
তিনি বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।
এর আগে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তরুণেরা যাতে বৈশ্বিক সমস্যা নিয়ে অবগত থাকে। তাদের সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। নিজেদের এবং পরের প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী বিনির্মাণে কী পদক্ষেপ নিতে হবে, সেগুলো যেন তারা শেখে।
করোনা পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
