ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আইপিএলে এবারের আসরে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পেলেও ঠিকই পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

গত আসরে ১ কোটির ভিত্তিমূল্যে রাজস্থানে রয়ালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবার ২ কোটি ভিত্তিমূল্যে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে।

আর দল বদলে গেলেও প্রিয় বন্ধুকে পেয়েছেন মোস্তাফিজ।  তার দলে যোগ দিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়া।

৪ কোটি ২০ লাখে চেতন সাকারিয়াকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের গত আসরের শুরুতেই ভাইকে হারান সাকারিয়া।  খেলা চলাকালীন বাবাকে হারান।  করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। 

ভাইয়ের পর বাবাকে হারালে শোকে কাতর হয় রাজস্থান রয়েলস শিবির। সে সময় সাকারিয়ার প্রতি সমবেদনা জানিয়ে বার্তাও দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ।

মোস্তাফিজের একজন ভক্ত সাকারিয়া। বাংলাদেশের এ পেসারের বোলিং তাকে মুগ্ধ করে। 

দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও গভীর।  আইপিএল পরবর্তী ভারতের শ্রীলংকা সফরে দারুণ পারফর্ম করেন সাকারিয়া। 

বাঁহাতি এ পেসার সে সময়ে বলেছিলেন, মোস্তাফিজুর রহমানের বোলিং ভাবনা আয়ত্ত্বে আনার চেষ্টা করছেন তিনি। নিয়মিত আলোচনা করে মোস্তাফিজের খুঁনিনাটি জানার চেষ্টা করছেন। 

সাকারিয়া বলেছিলেন,‘আমাদের দুজনের (মোস্তাফিজ ও সাকারিয়া) কথা চলতে থাকে। তিনি আমাকে সব সময়ই শেখাতে থাকেন। তার ভাবনা খুবই পরিষ্কার। নিজের পরিকল্পনায় তিনি সবসময় বিশ্বাস রাখেন। বেশির ভাগ সময়ই তার জানা থাকে, কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে। তিনি আমাকে প্রতিবারই সাহায্য করে থাকেন।’