শাবিপ্রবির হল খুলছে সোমবার, ক্লাস শুরু পরের দিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল খুলছে সোমবার (১৪ ফেব্রুয়ারি)। এর পরের দিন থেকেই অনলাইনেই শুরু হবে পাঠদান কার্যক্রম।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানো হলে ২২ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
