ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১০:১১:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৬ ফেব্রুয়ারি চলমান টিকা কর্মসূচির প্রথম ডোজ শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা এখনও টিকা নেননি ‘আজই নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন’ বলেও জানান অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে (ভার্চ্যুয়াল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এমন তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, সারাদেশে ‘এক দিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। এরপরে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি এক সমীক্ষায় আমরা দেখেছি, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার কম। পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কম। এই অবস্থায় আমরা আহ্বান করছি দ্রুততম সময়ে সবাই টিকা গ্রহণ করুন।

উল্লেখ্য, দেশে এখন ১৮ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন। আর গত বছরের ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। দেশে এখন চার ধরনের টিকা দেওয়া হচ্ছে। এদিকে, সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ধরনের ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকাদান সম্পন্ন হয়।