সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে স্পিকারের শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আজ রাতে মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ ও ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। গান দুটি হলো- আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হলো। পঞ্চাশ বছরেরও বেশি সময় নানা ভাষার ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ছবির গানের পাশাপাশি বাংলা আধুনিক গান ও ধ্রুপদী সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী। ওস্তাদ গুলাম আলি খাঁর শিষ্য ছিলেন তিনি।
