ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২:০৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরা বিমানবন্দরের কাছেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাজল আক্তার (৩৫) ও রফিকুল ইসলাম (৪০) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কাজল আক্তার (৩৫) এবং মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন।

জুয়েল মিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জানতে পেরেছি কাভার্ডভ্যানের ধাক্কায় এই ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।