ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১০:১১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার যুক্তরাজ্যে মিললো করোনার ডেল্টাক্রন ধরন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাসের নতুন ধরন ডেল্টাক্রন নিয়ে বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এবার নতুন এ ধরনটির অস্তিত্ব পাওয়া গেছে যুক্তরাজ্যেও।

করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ধরনের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ধরন ডেল্টাক্রন। ধরনটি কেমন হবে, কতোটা প্রাণঘাতি হবে- তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।

শনাক্ত হওয়ার পর থেকেই ধরনটির ওপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত ডেল্টাক্রন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; জানা যায়নি এটি কতোটা প্রাণঘাতি।

এর আগে করোনার সবচেয়ে প্রাণঘাতি ধরন হিসেবে ডেল্টা (ভারতে প্রথম শনাক্ত হয়) বহু মানুষের প্রাণ কেড়ে নেয়।

পরে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন, যা এখন পর্যন্ত করোনার সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিত।

ওমিক্রন দ্রুত সময়ের মধ্যেই বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে। কম প্রাণঘাতি হলেও এটি শনাক্ত হওয়ার পর বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।

নতুন ধরনটিতে ওমিক্রন ও ডেল্টার বৈশিষ্ট রয়েছে। এ কারণে এটির নামকরণ হয়েছে ডেল্টাক্রন। সূত্র: এনডিটিভি