মেয়ে অব্রির সাথে সাকিব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২০ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০২:১৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার
বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শনিবার তার একটি ছবি বার বার ভেসে উঠছে। একমাত্র মেয়ে আলাইনা হাসান অব্রির কোলে মাথা রেখে শুয়ে আছেন বাবা সাকিব।
আজই ফেসবুকে এ ছবি আপলোড করেছেন সাকিব। ছবিতে সাকিবকে দেখে মনে হচ্ছে যেন, মেয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তিনি।
২০১০ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয়। এরপর প্রেম। পরে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিবির। তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী এই কন্যা সন্তান অব্রি।
বর্তমান সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন তিনি। বাংলাদেশ জয় পায় ১৬৩ রানে। রানের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় এটি।
