ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৭:০৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলি বাজারে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিনদিনের ব্যবধানে দিনাজপুরে হিলির খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। হঠাৎ মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। 

শীতকালে অসময়ে একদিনের টানা বৃষ্টিই এই দাম বৃদ্ধির কারণ, দাবি মরিচ ব্যবসায়ীদের।


শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দামই কেজিপ্রতি প্রায় দ্বিগুণ বেড়েছে। শুধু কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ছিলো নাগালের মধ্যে। গত কয়েক দিন যাবৎ বাজারে বেড়ে গেছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে কাঁচা মরিচের দামও। গত তিন দিন আগে পাইকারি বাজার ছিলো কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২৫ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৩০ টাকা। দাম বেড়ে এখন তা পাইকারি বিক্রি হচ্ছে ৪৫ টাকা ও খুচরা বাজারে ৫০ টাকা। যার প্রভাব পড়েছে খেটে খাওয়া দিনমজুরদের উপর।

বাজারে সবজি নিতে আসা আতাউর রহমান বলেন, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। সবজির দাম তো অনেক হয়েছে, আজ বাজারে দেখছি কাঁচা মরিচের দাম দ্বিগুণ বাড়ছে। এতো দাম বাড়লে আমরা কিভাবে চলবো।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কিছুদিন আগে একদিনের টানা বৃষ্টির কারণে কৃষকের সব ধরনের সবজি নষ্ট হয়ে গেছে। তাই প্রতিটি সবজির দাম বেড়েছে। দেশে যে সব এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়েছে, সে সব এলাকায় বৃষ্টির পানিতে কাঁচামরিচের অনেক ক্ষতি হয়েছে। বর্তমান আমরা কাঁচা মরিচ ৪৫ টাকা কেজি পাইকারিতে কিনে তা খুচরা বিক্রি করছি ৫০ টাকায়।