ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ১:৪৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১০:৪৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জাতিকে সাফল্যের শিখরে নিতে শেখ হাসিনার সরকারের ধারবাহিকতা বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।


রোববার বিকেলে ঢাকায় রমনা উদ্যানে একটি রেস্তোঁরায় সামাজিক সংগঠন ‘বাংলার আমরা’ আয়োজিত ‘সফল দেশের ইতিহাসে ক্ষমতার ধারবাহিকতা’ শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জলিল সাথী ও সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।


তারানা হালিম বলেন, ‘যে দল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সরকারে তার ধারাবাহিকতা প্রয়োজন। শেখ হাসিনার সরকার সকল প্রতিশ্রুতি পূরণ করেছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হন্তারকদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যাপীঠগুলোকে হানাহানিমুক্ত রাখাসহ নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করেছে সরকার, অন্যদের মতো ফেলে রেখে জং ধরিয়ে দেয়নি।’

 


তারানা বলেন, ‘তিন মূল কারণে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে হবে। উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও জাতিকে মাথা উঁচু করে চলার জন্য। ২০০৬ সালের ছয়ের নিচের প্রবৃদ্ধি আজ সাত পেরিয়েছে, সেসময়ের মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে আজ ১৬০০ ডলারের বেশি, তখনকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন বিলিয়ন থেকে আজ তেত্রিশ বিলিয়নের ওপরে।’


তথ্য প্রতিমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের প্রসঙ্গ টেনে বলেন, ‘তার প্রতি আমার সম্মান। সেইসাথে মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো তাকে উনিশবার হত্যাচক্রান্ত মোকাবিলা করতে হয়নি। যুদ্ধাপরাধী, অগ্নিসন্ত্রাসী, জঙ্গিদের মোকাবিলা করতে হয়নি। তাই সকল স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে শেখ হাসিনাই পারেন ষোল কোটি মানুষের সমাধান দিতে।’

 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ’।