ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের নবীনবরন

উইমেননিউজ ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৬তম ব্যাচের ‘নবীনবরন’ এবং একই বিভাগের ১৫ ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের উপদেষ্টা, বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মৌসুমী আহমেদ।

প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, ‘স্থপতিদের আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’ এ সময় তিনি ধ্বংসাত্বক কাজে জ্ঞান নষ্ট না করারও আহবান জানান।

তিনি বলেন, ‘স্থপতিদের ভালো-মন্দ বিবেচনা করার মানসিকতা থাকতে হবে। তাদের ভালো যেমন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে ঠিক তেমনি তাদের খারাপ দৃষ্টিভঙ্গি দেশের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘দেশকে ঘুরে দাঁড়ানোর সঠিক পথ দেখাতে পারে স্থপতিরা। বাংলাদেশ ইউনিভার্সিটির স্থপতিরা বর্তমান সরকারের রুপকল্প বাস্তবায়নেও অগ্রণী ভূমিকাই পালন করে চলেছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষপর্বে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উপলক্ষ্যে বিভাগের শিক্ষার্থীরা শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে।