এবছর টি২০ নারী বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
২০১৮ সালের আইসিসি টি২০ নারী বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
১৬ দিনব্যাপী এ টুর্নামেন্ট এ্যন্টিগা, বারবুডা, গায়ানা এবং সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত হবে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানিয়েছে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে। আর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এন্টিগা ও বারবুডার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে।
আইসিসি প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন বলেন, ওয়েস্ট ইন্ডিজ নারী দল বর্তমান চ্যাম্পিয়ন। আমার কোন সন্দেহ নেই যে, নিজ মাঠে তারা শিরোপা অক্ষুন্ন রাখতে চাইবে।
দশ দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ইতোমধ্যেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাকি দুই দলকে বাছাই পর্ব খেলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। চলতি বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ, হল্যান্ড, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা অথবা সংযুক্ত আরব আমিরাত।
