রাজধানীতে শিশুকে যৌন নির্যাতন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শওকত হোসেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তা।
শিশুটির মা অভিযোগ করেন, শনিবার রাত ১০টার দিকে তাদের বাড়িতে গৃহশিক্ষক শওকত পড়াতে আসেন। তখন তিনি তার মেয়েকে যৌন নির্যাতন করেন।
তিনি জানান, গৃহশিক্ষক বাড়িতে আসার কিছুক্ষণ পরই তার মেয়ে রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে তার কাছে যায়। সে তার মাকে নির্যাতনের কথা জানায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটিকে রোববার ভোরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় শওকতকে আটক করেছে পুলিশ। গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শিশুটির মা।
