ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১:৪১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম টাইগার।

সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। তবে এই ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ফরিদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজল ফারুকি।