ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:৩৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কর্মস্থলে যোগ দিলেন নতুন নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কর্মস্থলে যোগ দিলেন নবনিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে নবনিয়োগপ্রাপ্ত পুরো কমিশনকে ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে সকল কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।তারপর নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন।

এর মধ্য দিয়ে ১৩ দিন পর আবারও কর্মচঞ্চলতা ফিরে এলো ইসিতে।

আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করছে নতুন নির্বাচন কমিশন।

এই কমিশন আগামী পাঁচ বছর দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবে।

এর আগে রোববার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সবার আস্থা ফেরানো চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন, কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এর আগে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।