ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:১২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৮ মার্চ জাতীয় প্রেস ক্লাব ফ্যামিলি ডে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্মানিত সদস্যদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আগামী ১৮ মার্চ শুক্রবার ফ্যামিলি ডে ২০২২ আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে ৪ ফেব্রুয়ারি ফ্যামিলি ডে’র তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু করোনাজনিত বিধি নিষেধের কারণে ফ্যামিলি ডে’র আয়োজন স্থগিত করা হয়।

ফ্যামিলি ডে তে অংশ নিতে আগ্রহী সদস্যদের আগামী ১ মার্চ থেকে ১৪ মার্চ’র মধ্যে অভ্যর্থনা কাউন্টারে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ করা হচ্ছে। চাঁদার হার সদস্য জনপ্রতি ৫০০ টাকা, দম্পতি ১০০০ টাকা, সন্তান (পাঁচ বছরের উর্ধ্বে) জনপ্রতি ৩০০ টাকা এবং ড্রাইভার জনপ্রতি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোন অবস্থাতেই বিবাহিত সন্তান এবং আত্মীয়-স্বজন ও অতিথি অন্তর্ভুক্ত নয়।