পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে শাশুড়ির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্নহত্যা করেছেন শাশুড়ি। আজ বুধবার সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জুলেখা বেগম (৫৫) বালিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।
জানা যায়, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর মাঝেমধ্যেই বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এ নিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার রাতেও শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন ওই পুত্রবধূ। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মানসিক চাপ প্রয়োগ করেন। মানসিক চাপ সইতে না পেরে আজ সকালের দিকে বিষপানে আত্মহত্যা করেন ওই শাশুড়ি।
নিহতের স্বামী আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলে বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। একটু ধাক্কাধাক্কিও হয়। পরে তিনি আত্মহত্যা করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে তার। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
