চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নিচে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার আবার ২ শতাংশের নিচে নেমেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৫৯ শতাংশ। এ সময়ে আক্রান্ত কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর বারো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ২৮ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ২০ ও সাত উপজেলার ৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মিরসরাইয়ে ২ জন এবং রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, সন্দ্বীপ, পটিয়া ও চন্দনাইশে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৪৭৫ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯১ হাজার ৯৮২ ও গ্রামের ৩৪ হাজার ৪৯৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৩৪৭ জনের নমুনা পরীক্ষা হয়। এতে শহরের ১২ ও গ্রামের ২ জন পজিটিভ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৭৫ জনের নমুনার মধ্যে শহরের একজন করোনায় আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করা হলে গ্রামের ১ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন। নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত গ্রামের ২টি নমুনারই পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে গতকাল ৪ জনের এন্টিজেন টেস্ট করানো হয়। এতে গ্রামের একজন করোনায় আক্রান্ত বলে জানানো হয়।
