ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:০৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাশিয়ার দুই গণমাধ্যম নিষিদ্ধ করল ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধের ‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার দুটি গণমাধ্যম আরটি ও স্পুটনিক বন্ধের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনে আরটি’র ইংরেজি কার্যক্রমের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

এ বিষয়ে এক বিবৃতিতে ইইউ'র পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল জানান, ইউক্রেন আগ্রাসনে ভুল তথ্য প্রচারের জন্য আরটি ও স্পুটনিককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এটি সরাসরি হুকমি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।