ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১২:৩২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তিন পদে চাকরি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তিন পদে লোক নেয়া হবে। আগ্রহীদের সরকারি চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ মার্চ।

সম্প্রতি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ফরম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদন ফরম ডাউনলোড করার পর পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।

যে তিন পদে লোক নিয়োগ দেয়া হবে সেগুলো হলো- লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টেশন অফিসার, উপসহকারী প্রকৌশলী ও গ্যালারি অ্যাটেনডেন্ট। প্রত্যেকটিতে ১ জন করে লোক নেয়া হয়।

এর মধ্যে লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টেশন অফিসার পদে আবেদনের জন্য গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এ পদে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

এছাড়া, গ্যালারি অ্যাটেনডেন্ট পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে এসএসসি পাস হতে হবে। এ পদে বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।