ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ১:৪৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ অসম্ভব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্র, মানবতা ও সভ্যতার স্বার্থে নারী-পুরুষের যৌথ উদ্যোগে কাজ করার বিকল্প নেই। 

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনের নেতা-কর্মীরা একটি র‌্যালি বের করে। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, সমাজের অগ্রগতি ও প্রগতির স্বার্থে, সুস্থ, নিরাপদ জীবনযাপন ও পরবর্তী প্রজন্মের বেড়ে উঠার স্বার্থে নারী-পুরুষের মধ্যের বৈষম্য বিলোপ আজ সময়ের দাবি। সেই দাবি পূরণের লক্ষ্যে সকল প্রকার অসুস্থ মানসিকতা, প্রতিক্রিয়াশীল ধ্যান-ধারণা, ভোগবাদী প্রবণতা দূর করার জন্য একটি শক্তিশালী নারী সংগঠন, নারী মুক্তি আন্দোলন ও নারী-পুরুষের মিলিত সংগ্রাম অপরিহার্য।

 

তারা বলেন, শুধু অধিকারের কথা বলাই যথেষ্ট নয়; সমাজ সচেতনতা বিকাশ, প্রতিবাদ-প্রতিরোধ সংগ্রামের পথেই সত্যিকার মর্যাদা ও অধিকার আদায় সম্ভব। সমাজের আমূল পরিবর্তনের বিপ্লবী লড়াইয়ের পথে সার্বিক মুক্তি একদিন অর্জিত হবে।

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি দিপালী রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, ইসরাত জাহান লিপি ও রুখসানা আফরোজ আশা।