ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ০:০৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েকে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়তে এলেন মা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত সবসময়ই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী। সেটা যেকোনো খেলাতেই হোক না কেন। লড়াইটা ক্রিকেট বিশ্বকাপে হলে তো কথাই নেই। এমন ম্যাচেই ছোট্ট মেয়েকে নিয়ে মাঠে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ডে। রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।  

এই ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়ে টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন মারুফ। এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল তার। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে। 


গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।

মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। যেন তার নজরটা ক্রিকেটেই থাকে ও মারুফের ব্যস্ততার সময়টাতে বাচ্চাও একাও না থাকেন। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন। 

তিনি জানান, মাঠে ফিরতে তাকে অনুপ্রাণিত করেছেন স্বামী। মাহরুফ মাঠে ফিরে বাকি মহিলাদের জন্য অনুপ্রেরণা হবেন, এমন চাওয়া ছিল স্বামীর। ২০০৬ সাল থেকে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতাচ্ছেন মারুফ।