রাজধানীতে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৮ এএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
রাজধানীর ওয়ারীতে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।
রোববার রাত সাড়ে ৭টার দিকে ওয়ারীর নরেন্দ্র বসাক লেনের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হচ্ছেন, মালয়েশিয়া প্রবাসী লিটনের স্ত্রী কানিজ ফাতেমা রুমি (৪০), মেয়ে আইফা আক্তার (৬) ও শাশুড়ি আছিয়া বেগম (৭৪)।
ইন্সটিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, তিনজনের মধ্যে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ফাতেমার শরীরের ৫১ শতাংশ, ও শাশুড়ি আছিয়ার ২৬ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বাসায় রান্নাঘরে কোনোভাবে গ্যাস লিকেজ হয়েছিল। সেখানে চা বানানোর জন্য চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই মুহূর্তেই আগুন লেগে যায়।
