ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ০:৪৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমরা এখন আর দুর্বল নই: নারী কারাতে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ওপর নির্যাতন প্রতিরোধে নিজেদের মতামত জানিয়েছে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করতে আসা দিনাজপুরের জুবলি উচ্চ বিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থীরা। তাদের মতে, কারাতে প্রশিক্ষণই হোক নারী নির্যাতন প্রতিরোধের হাতিয়ার। প্রতিপক্ষকে আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছে তারা।

প্রশিক্ষণ গ্রহণ করতে আসা শিক্ষার্থী খুশি খাতুন বলেন, অনেকে মনে করেন নারীরা দুর্বল। কিন্তু কারাতে প্রশিক্ষণ নিয়ে আমরা এখন আর দুর্বল নই। আমাকে দুইটা আঘাত করলে আমিও পাল্টা আঘাত করতে পারব। তাই আমি বলি, আমরা নারী, আমরাও পারি।

দিনাজপুরের কয়েকটি প্রাতিষ্ঠানে স্কুলগামী ছাত্রীদেরকে জেলাটিতে কারাতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নিজের আত্মরক্ষার্থে এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছে জুবিলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাতিক নারী শিক্ষার্থীরা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় দুইজন কারাতে কোচের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

শিক্ষার্থী লাবিবা বলেন, কারাতে প্রশিক্ষণ শুধু নিজেকে আত্মরক্ষার্থেই নয়। এটি একটি আর্ন্তজাতিক মানের স্পোর্টস। তাই একদিন এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ শেষে আত্মরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম অর্জনের চেষ্টা করব ।

প্রশিক্ষক রাজু আহমেদ বলেন, কারাতে প্রশিক্ষণে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কলাকৌশল শেখানো হচ্ছে। এখানকার ছাত্রীরা কারাতে শিখতে অনেকটা আগ্রহী। তাই তারা অতি তাড়াতাড়ি রপ্ত করতে পারছে কারাতের কলাকৌশল।

হেড কোচ এ, কে ,এম মাসুদুর রহমান মাসুদ , কারাতে শিখলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস হয় । এখন ছেলেদের তুলনায় অনেক বেশি আগ্রহী মেয়েরা। আমাদের সমাজে যেভাবে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে। তার প্রতিবাদ করার একমাত্র হাতিয়ার হিসাবে কারাতের বিকল্প নেই।

এ বিষয়ে জুবলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ছাত্রীদের আগ্রহ আর তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আমাদের ছাত্রীরা দেশের অগ্রগতির জন্য নানামুখী কাজে অংশ নেবে এমন প্রত্যাশা করি।