ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:০৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাশিয়ান মুদ্রা রুবলের রেকর্ড পরিমাণ দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে রাশিয়ান মুদ্রা রুবলের রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। রুবলের এত বড় দর পতন স্মরণকালে আর হতে দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, আমেরিকান ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের মান কমেছে রেকর্ড পরিমাণে। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে রাশিয়ার জ্বালানি শক্তিসহ অন্যান্য খাতের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণেই এতো পরিমাণে রুবলের মাণ কমেছে।

ইউক্রেনে আগ্রাসন শুরু করার আগে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ছিলো ৭০-৮০ এর মধ্যে। আর ইউক্রেনে অভিযান চলাকালীন দ্বাদশ দিনে এসে সোমবার পর্যন্ত রুবলের মান কমে ১৫৫ পর্যন্ত দেখাচ্ছিলো।

বিষেশজ্ঞদের মতে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাশিয়ার বাইরে অর্থের প্রবাহ বন্ধ করার জন্য দেশটির সরকার মূলধন নিয়ন্ত্রণ চালু করায় রুবলের এতো বেশি পরিমাণ দরপতন হয়েছে।