ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ০:০২:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্যেন ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শ্যেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। রাষ্ট্রীয়ভাবে ওই দিন সন্ধ্যায় ‘আইকনিক’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) লেগ-স্পিনারকে শেষ বিদায় জানানো হবে।

বুধবার ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গত শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটিতে কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু ঘটে ওয়ার্নের। ময়নাতদন্ত শেষে পরে জানানো হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন।


এক বিবৃতিতে ভিক্টোরিয়া সরকার জানায়, রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ-স্পিনারের শেষকৃত্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। জনসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

আরো বলা হয়, ‘ওয়ার্ন ‘শুধু একটি ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিত করেননি, তিনি এটিকে সংজ্ঞায়িত করেছেন।’ শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে পরবর্তীতে বিশদভাবে জানানো হবে। 

ভিক্টোরিয়া প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ওয়ার্নকে বিদায় জানানোর জন্য ‘জি’ এর চেয়ে উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’

বিবৃতিতে তিনি বলেন, ‘ভিক্টোরিয়ার জনগণ ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাবে।’