বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হার ভারতের মেয়েদের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারানোর পরে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল ভারত। নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হারতে হল মিতালি রাজদের। মূলত টপ অর্ডারের ব্যর্থতার ফলেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। একমাত্র হরমনপ্রীত কউর কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে কাজ হয়নি। অন্যদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পরে ফের জয়ে ফিরল নিউজিল্যান্ড।
বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে হারতে হয় ভারতীয় নারী ক্রিকেট দলকে। এবার বিশ্বকাপের ম্যাচে ফের সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারত। পরে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযানও শুরু করেন মিতালিরা। সুতরাং, এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই হোয়াইট ফার্নসদের মোকাবিলা করতে নামে ভারতের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে।
৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট।
নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। ২০ বল বাকি থাকতে ৬২ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ব্যর্থ হয় হরমনপ্রীতের একক লড়াই। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন হরমনপ্রীত।
একসময় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যাওয়া নিউজিল্যান্ডের কেবল সময়ের অপেক্ষা বলে মন হচ্ছিল। তবে স্লগ ওভারে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ নাগালের বাইরে বেরিয়ে যেতে দেয়নি সোফি ডিভাইনদের। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৬১। ফ্রান্সেস ম্যাকায় ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন হ্যানা রউই। ঝুলন ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৫২ রানে ১টি উইকেট নিয়েছেন।
